Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়: ইউজিসি



উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও রেজিস্ট্রারদের এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

চিঠিতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-২ দশমিক ৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। কোনো একটি পরীক্ষা ন্যূনতম জিপিএ-২ দশমিক শূন্য থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ ন্যূনতম ৬ দশমিক শূন্য থাকতে হবে। সে অনুসারে, ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই অনেক বেসরকারি বিদ্যালয় স্নাতক পর্যায়ে ও সমমান কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। করোনার কারণে পরীক্ষা ছাড়া এইচএসসিতে অটোপাসের সরকারি ঘোষণা দেয়া হয়েছে। এ ঘোষণার পরই শিক্ষার্থী কার্যক্রম শুরু করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সর্তকতামূলক চিঠি পাঠানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষার্থী ভর্তির যোগ্যতা সংক্রান্ত নীতিমালা অনুসরণপূর্বক শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর জন্য ইউজিসি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Post a Comment

0 Comments